Monday, June 13, 2022

দন্ডবিধির যে সকল ধারার শাস্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদণ্ড

  1. ধারা- ১২১: বাংলাদেশেরর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া বা লিপ্ত হওয়ার উদ্যোগ গ্রহন করা বা সহায়তা করা।
  2. ধারা -১৩২: বিদ্রোহে (সৈনিকদের) সহায়তা করা এবং এর ফলে বিদ্রোহ সংঘঠিত হলে।
  3. ধারা ১৯৪: মিথ্যা সাক্ষ্য দেওয়ার ফলে নির্দোষ ব্যাক্তি কে মৃত্যুদন্ড দেওয়া হলে, যিনি মিথ্যা সাক্ষ্য প্রদান করেছেন তাকে মৃত্যুদন্ড দেওয়া যেতে পারে।
  4. ধারা- ৩০২: খুন করা।
  5. ধারা-৩০৩: যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত ব্যাক্তি কতৃক খুন করিলে।
  6. ধারা-৩০৫: নাবলক উন্মাদ ব্যাক্তি কে আত্মহত্যায় প্ররোচিত করলে এবং তার ফলে আত্মহত্যা করিলে।
  7. ধারা-৩০৭: যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ব্যাক্তি কতৃক যখম করে খুনের চেষ্টা করিলে।
  8. ধারা-৩২৬(ক): এসিড জাতীয় পদার্থ দারা মুখ, মাথা বা উভয় চোখে গুরুতর যখম করিলে।
  9. ধারা- ৩৬৪ (ক): দশ বছরের নিচের কোন ব্যাক্তি কে খুন,গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্যে অপহরন বা বলপূর্বক অপহরন করলে।
  10. ধারা-৩৯৬: খুনসহ ডাকাতি করলে।