Monday, January 12, 2015

কেউ যদি আপনার নাম ও ছবি ব্যবহার করে আপনার অগচরে তাহলে কি করবেন?

কেউ যদি ফেসবুকে আপনার নাম ও
ছবি ব্যবহার করে অশ্লীল পেজ
চালায় বা কেউ যদি আপনাকে অনলাইনে উত্যক্ত
করে,তাহলে আপনাকে নিচের পদক্ষেপ
নিতে হবে।

আপনি BTRC কে ফোন
করে কমপ্লেইন
করতে পারেন।
তারা ২৪ ঘণ্টার
মধ্যে বিষয়টি সমাধান
করার চেষ্টা করবে।
বেশি মারাত্মক
হলে তাকে ৩ দিনের
মধ্যে আইনের আওতাই
নিয়ে আসবে BTRC.

তাহলে কীভাবে BTRC এর
সাথে যোগাযোগ করবেন?
BTRC এর ঠিকানা-
Bangladesh Telecommunication
Regulatory Commission (BTRC)
IEB Bhaban (5,6 & 7 floor)
Ramna, Dhaka-1000
Phone (PABX): + 880 2
9611111
Fax: +880 2 9556677
Email: btrc@btrc.gov.bd
Consumer Inquiries Related:
Email: consumer.inquiries@btrc.gov.bd

অথবা সরাসরি এখানে কমপ্লেইন
করতে পারেন।