পিতা-মাতার ভরণপোষণ বিল ২০১৩" এই আইন মতে, পিতার ঔরসে এবং মাতার গর্ভে জন্ম নেওয়া সন্তান তার পিতা মাতাকে ভরণ-পোষণ দিতে বাধ্য থাকবে; অন্যথায় তা হবে জামিনের অযোগ্য কিন্তু আপোসযোগ্য অপরাধ। খুব দাপুটে যারা, যারা শেকড়কে অস্বীকার করতে খুব পারদর্শী, যারা পিতামাতাকে থোড়াই কেয়ার করে, তাদের জন্য এই আইনটি ভয়াবহ দুঃসংবাদ বটে। কারণ, ভরণ-পোষণ প্রদানের দাবিতে পিতামাতা যদি আদালত আঙিনায় যান তবে বাপু তোমার জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা অর্থদণ্ড অপেক্ষা করছে। "টাকা নাই"-এই অজুহাত দেখিয়ে পার পাবার চিন্তা করছ?? তা হবে না, তাহলে অনূর্ধ্ব ৩ মাসের জেলজিন্দেগী তোমার কপালে আছে আর কি!!!
হিন্দি সিরিয়াল রপ্ত করা কোন বউ বা সোয়ামি যদি সন্তানকে পিতা-মাতার ভরণ-পোষণ প্রদান না করতে প্ররোচনা দেয় তাহলে তার কপালেও খারাবি আছে বৈকি। সেও একই অপরাধে অভিযুক্ত হবে এবং অভিযুক্ত সন্তানের সাথে তাকেও প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে দৌড়াতে হইবে।
শুধু পিতা বা মাতার ভরণ-পোষণই নয়, পিতা বা মাতার মৃত্যুর পরও যদি দাদা- দাদী বা নানা-নানী বেঁচে থাকেন তবে তাদেরও ভরণ-পোষণ দেওয়া নাতী- নাতনীর আইনি দায়িত্ব বলেও উল্লেখ করা হয়েছে বিলে।
No comments:
Post a Comment