ভুমি সংস্কার অধ্যাদেশ ১৯৮৪ এর ৪ধারায় বলা আছে কোন ব্যাক্তি ৬০ বিঘার অধিক কৃষি সম্পত্ততি নিজের নামে রাখতে পারবে না।
যদি কোন ব্যাক্তির নামে ৬০ বিঘার অধিক কৃষি জমি থাকে তাহলে তিনি উত্তরাধিকার, দান, হস্তান্তর বা অন্যকোন উপায়ে নতুন কোন কৃষি জমি অর্জন করতে পারবে না।
কেউ যদি এই ধারা লঙ্গন করে ৬০ বিঘার অধিক কোন কৃষি জমি নিজের নামে রাখেন তাহলে উক্ত অতিরিক্ত জমি সরকাররে উপর অর্পিত হবে এবং সরকার এর জন্য কোন ক্ষতিপূরন প্রদান করিবেন না।
তবে উক্ত অতিরিক্ত জমি যদি উত্তরাধিকার, দান, হস্তান্তর এই তিন ভাবে পেয়ে থাকেন তাহলে সরকার উক্ত অতিরিক্ত জমির জন্য ক্ষতিপূরণ দবেন। এ ক্ষেত্রে সরকার কতৃক গৃহীত জমির পরিমান সর্বোচ্ছ ৫০ বিঘার মধ্যে হলে সরকার উক্ত জমির জন্য বাজার মূল্যের ২০% হারে ক্ষতিপূরণ দিবেন। যদি জমির পরিমান ৫০ বিঘার উর্ধ্বে হয় প্রথম ৫০ বিঘার জন্য ২০% হরে এবং অবশিষ্ট জমির জন্য ১০% হারে ক্ষতিপূরণ প্রদান করিবেন।
No comments:
Post a Comment