Wednesday, December 3, 2014

বেনামে ক্রয়কৃত কৃষি জমির মালিক কে হবে?



ভুমি সংস্কার অধ্যাদেশ ১৯৮৪ এর ৫ধারায় বলা আছে কোন ব্যাক্তি নিজের উপকারার্থে অপরের নামে জমি ক্রয় করতে পারবেন না। যদি ক্রয় করে থাকেন তাহলে রেজিষ্ট্রীকৃত দলিল অনুসাররে উক্ত জমির মালিক হবেন যার নামে উক্ত দলিল রেজিষ্ট্রী করা হয়েছে। এ ক্ষেত্রে উক্ত ক্রেতা এই জমির কোন মালিকানা দাবি করতে পারবে না এবং আদালতে কোনরকম দাবি উথ্থাপন করিতে পারিবেন না। 


No comments:

Post a Comment