Wednesday, December 3, 2014

পার্টনারশীপ ব্যবসার রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক?


পার্টনারশীপ ব্যবসার ক্ষেত্রে পার্টনারশীপ আইন-১৯৩২ অনুসারে এই ব্যবসার জন্য রেজিষ্ট্রেশন বাধ্যতমূলক নয়। তবে রেজিষ্ট্রেশন না করলে কিছু সমস্যার সম্মুখিন হতে হবে, ধারা৬৯ অনুসারে উক্ত সমস্যা সমূহ হল:

১।  কোন পার্টনার অন্য পার্টনারের বিরুদ্ধে বা অন্য কোন তৃতীয় ব্যক্তির নামে দেওয়ানী মামলা করতে পারবে না, তবে ফৌজদারি মামলা করতে পারবেন।

২। ঐ ফার্ম অন্য কোন তৃতীয় ব্যক্তির নামে নিজে বাদি হয়ে মামলা করতে পারবে না।

৩। উক্ত ফার্ম অথবা ফার্মের পার্টনাররা কোন তৃতীয় ব্যক্তির অভিযোগের বিপরীতে পুন-অভিযোগ করতে পারবে না।
যেমন: কোন তৃতীয় ব্যক্তি ফার্মের বিরুদ্ধে মামলা করল যে তিনি এ ফার্মের কাছে ১লক্ষ টাকা পাবেন। তবে ফার্মও উক্ত ব্যক্তির কাঠছ ৩০ হাজার টাকা পাবেন। এ ক্ষেত্রে উক্ত ফার্ম এই মামলার অভিযোগের বিপরীতে পুন-অভিযোগ হিসেবে উক্ত ৩০ হাজার টাকা দাবি করতে পারবে না।


No comments:

Post a Comment